ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সানস্ক্রিন ক্রিম কত সময় সুরক্ষা দেয়? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
সানস্ক্রিন ক্রিম কত সময় সুরক্ষা দেয়?  ত্বকে সানস্ক্রিন মেখে নিচ্ছে

আমরা সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে ত্বকে সানস্ক্রিন মেখে নেই। তবে ঠিক কত সময় সানস্ক্রিন ক্রিম আমাদের ত্বকের সুরক্ষা দিচ্ছে এটা বুঝতে পারি না। 

তবে একটা নির্দিষ্ট সময়ের পরেই, ত্বকে কালচে ছোপ পড়তে শুরু করে। সানস্ক্রিন আসলে এসপিএফ (সান প্রোটেকশন ফর্মুলা)-সমৃদ্ধ প্রসাধনী।

ক্রিম ও ওয়াটার বেজ হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি-রে সরাসরি ত্বকের কোনো ক্ষতি করতে পারে না।  

একবার সানস্ক্রিন লাগানোর পর কতক্ষণ কাজ করছে, এটা জানার জন্য রয়েছে একটা সহজ ফর্মুলা। এসপিএফ এর সঙ্গে ১০ দিয়ে গুন দিতে হয়, গুনফল মিনিট ধরে হিসাব করা হয়। সব সময় বলা হয় অন্তত ৩০ এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তার মানে ধরুন, এসপিএফ (SPF) ৩০*১০ মিনিট= আপনার ক্রিমটি ৩০০ মিনিট কাজ করবে।  

সবার ত্বক কিন্তু এক ধরনের নয়। একই ক্রিম একেক জনের ক্ষেত্রে ভিন্ন কাজ করে। তবে বেশি রোদে গেলে বিশেষ করে সমুদ্রে বেড়াতে গেলে অবশ্যই দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিতে হবে। নয়ত মাত্র ১০ মিনিটেই ত্বক রোদে পুড়ে কালো দাগ পড়তে শুরু করবে।  


সানস্ক্রিন ক্রিম কেনার আগে ভালো কোম্পানি, এসপিএফ ও মেয়াদ দেখে নিন। মেয়াদ শেষ হওয়া কোনো কসমেটিকস ব্যবহার করবেন না।  


বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআইএস  
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।