ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় আরব্য রজনী! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
লা মেরিডিয়ান ঢাকায় আরব্য রজনী!  অ্যারাবিয়ান কাবাব

বৈচিত্র্যময় খাবারের জন্য সবার পছন্দ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা। ভোজন রোসকিদের জন্য প্রতিষ্ঠানটি ওলেয়া রেস্টুরেন্টে এবার আয়োজন করেছে অ্যারাবিয়ান নাইট (আরব্য রজনী)। 

২৫ জুলাই (বৃহস্পতিবার) শুরু হওয়া আরব বিশ্বের সমৃদ্ধ প্রথা ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজনটি প্রতি বৃহস্পতি  ও শনিবার রাতে  বসবে।  

অতিথিদের জন্য এখানে থাকছে ফোর কোর্স অ্যারাবিয়ান ডিনার যার মধ্যে রয়েছে হামাস বিল লাহাম, ফাত্তুশ, চিজ সাম্বুসেক এবং এরাবিয়ান সি-ফুড স্যুপ ।

আর এই খাবারগুলো পরিবেশন করা হবে ফ্রেশ লেমন ওয়েজেস এবং ক্রুটন সহযোগে।  

এবার আসা যাক মেইন ডিশের দিকে। এখানে থাকছে চিকেন শিস তাউক, আদানা কাবাবসহ অ্যারাবিয়ান কাবাবের বিশাল সম্ভার।  এছাড়া বিখ্যাত অ্যারাবিয়ান ডেজার্ট তো থাকছেই।

অ্যারাবিয়ান থিম নাইটের এ আয়োজনের বিষয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্টান্টিনোস এস গ্যাব্রিয়েল জানান, অ্যারাবিয়ান খাবারের একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে যা বিশ্বজুড়ে জনপ্রিয় কুজিন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঐতিহ্যবাহী এসব খাবার ঢাকার অতিথিদের সামনে তুলে ধরতে পেরে আমরা বেশ আনন্দিত।

২,৯৯৯++ টাকায় আরব বিশ্বের ঐতিহ্যবাহী এসব খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। এছাড়াও, অতিথিরা নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে বাই ওয়ান গেট ওয়ান এবং বিশেষ ছাড় সুবিধা পাবেন।


বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।