ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফার্নিচারে ছাড় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
ফার্নিচারে ছাড়  সোফা সেট

একটি বাড়ি বা অফিসের কথা চিন্তা করলে, চোখে ভাসে অনেকগুলো ফার্নিচারের ছবি। এর মধ্যে থাকে খাট, চেয়ার, টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেক্রেটেরিয়েট টেবিল, আলমারি, ওয়াল শো-কেস, টি-টেবিল, ফাইল কেবিনেট, ওয়্যারডোব, ইজি চেয়ার, টিভি স্ট্যান্ড, দোলনা সেট, বুক সেলফ, কিচেন ফার্নিচারসহ আরও অনেক কিছু। 

একেকটি ফার্নিচারে কেটে যায় এক জীবন কখনো আরও বেশি। অনেক না বলা গল্প ও স্মৃতিতে যত্নে সাজানো থাকে ঘরের প্রতিটি ফার্নিচার।

কোনো বাড়ির ফার্নিচার দেখেই অনেকটা অুনমান করা যায় তাদের অবস্থান ও রুচি।  

 সবার পছন্দের ফার্নিচার সাধ্যের মধ্যে হাতের কাছে পৌঁছে দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ব্রাদার্স ফার্নিচার। সম্প্রতি ধানমন্ডি দুই-এ উদ্বোধন করা হয়েছে ব্র্যান্ডটির নতুন শোরুম।  

ব্রাদার্স ফার্নিচার লি: এর এই শোরুমটিতে সব ধরনের হোম ও অফিস ফার্নিচার পাওয়া যাচ্ছে। শোরুম উদ্বোন উপলক্ষে ৫-১৫শতাংশ নগদ ছাড় পাবেন ক্রেতারা। অফারটি চলবে পুরো আগস্ট মাস।  


বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।