ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন মশা তাড়াতে প্রাকৃতিক পদ্ধতি

ঘরে ঘরে ডেঙ্গু জ্বরে ভুগছে মানুষ। এরপরও কি আমাদের সময় আছে কে কি করবে, কবে ওষুধ দেওয়া হবে, তার অপেক্ষা করার? 

নিজের পরিবারের নিরাপত্তার বিষয়টি সবার আগে চিন্তা করুন। মশা তাড়াতে অন্য কেউ কী করছে তার সমালোচনা না করে, আসুন নিজেরাই উদ্যোগ নিয়ে কিছু কাজ করি।

মশাও নিয়ন্ত্রণ হবে চারপাশের সবাইকে নিয়ে সুস্থ ও চিন্তামুক্ত থাকতেও পারব।  

মশা তাড়াতে যা করতে হবে: 

•    প্রথমেই নিজের ঘরগুলো পরিষ্কার করুন, বিছানার নিচে, ফ্রিজের পেছনে থেকে রান্নাঘরের তাক বা ওয়াশরুম। খেয়াল করুন কোথাও যেন ময়লা বা পানি জমে না থাকে 

•    টবের গাছগুলোতে মশা জন্ম নিচ্ছে না তো? প্রতিদিন চেক করুন 

•    মশা তাড়াতে প্রাকৃতিক পদ্ধতিই হতে পারে বেশ কার্যকর


•    নিম তেল শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। নিমের গন্ধে মশা থাকে দূরে 

•    শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন

•    শ্যাম্পুর বোতলে এক কাপ পানি ও তিন চামচ ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ঝাঁকিয়ে এই মিশ্রণই ছড়িয়ে দিন ঘরের নানা কোণায়

•    ঘরে টবে কয়েকটি তুলসী গাছ রাখুন, মশা দূর হবে

•    একটি মোম সয়াবিন তেলে ভিজিয়ে ঘরের বাতি বন্ধ করে জ্বালিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে মশারা পালাবে 

•    বৃষ্টির পানি জমে মশা জন্মে। বাড়ির কোথাও পানি জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন

•    কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।  

ডেঙ্গু থেকে নিরাপদে থাকতে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। বাড়ির কারো জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।