ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মেকআপ করার পরেও নো মেকআপ লুক! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
মেকআপ করার পরেও নো মেকআপ লুক!  মেকআপ লুক

যারা শোবিজে কাজ করেন তাদেরকে প্রায় সব সময়ই ভারি মেকআপে দেখা যায়। তবে যারা অন্য পেশায় আছেন, তাদেরও বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় একটু সাজতে হয়। 

অনেকেই দুঃখ করেন, সাজলেই একটু পরে ভেসে ওঠে। আপনারও এমন হয়? মেকআপ করার পরেও কীভাবে ন্যাচারাল দেখাবে।

জেনে নিন: 

•    ত্বক পরিষ্কার করে প্রথমে ময়েশ্চারাইজার মাখুন 

•    প্রাইমার ঘষে নিন, এতে নো মেকআপ লুক বেশিক্ষণ স্থায়ী হবে

•    ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে খুব ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগিয়ে নিন 

•    এবার ব্রাশ দিয়ে চিবুক, কপাল ও গালের ভেতরের দিকে হাইলাইটার লাগান

•    খুব হালকা টানে গালের শেষ প্রান্তে ত্বকের চেয়ে গাঢ় শেডের ব্লাশন বুলিয়ে নিন 

•    চোখের ওপরের ও নীচের পাতায় লাগান ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ন্যাচারাল রঙের আইশ্যাডো 

•    চোখের পাপড়িতে একবার মাশকারা লাগিয়ে নিন 

•    ন্যাচারাল রঙের লিপস্টিক বা লিপগ্লস লাগিয়ে নিলেই পেয়ে যাবেন নো মেকআপ লুক।  


বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।