ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আরামে-ফ্যাশনে স্কার্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
আরামে-ফ্যাশনে স্কার্ট ফ্যাশনে স্কার্ট

ঘরে বাইরে পরার জন্য আজকাল মেয়েদের পছন্দের পোশাক স্কার্ট-টি শার্ট। বিশেষ করে কিশোরী ও তরুণীদের দেখা যায় ফ্যাশনেবল ও আরামদায়ক স্কার্ট পরতে।  

স্কার্ট কেনা বা পরার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটু চোখ বুলিয়ে নিন: 

•    গাঢ় রঙের স্কার্ট হালকা রঙের টপ বা টি-শার্টের সঙ্গে পরলে দেখতে লাগে 
•    বাইরে পরার জন্য বৃষ্টির সময়ে একরঙা না কিনে প্রিন্টের স্কার্ট কিনতে পারেন
•    সুতি, সিল্ক বা লিলেন কাপড়ের স্কার্ট বেশি আরামদায়ক 
•    স্কার্টের ফিটিংসটা ভালো করে দেখে নিন 
•    খুব বেশি লম্বা বা ছোট না হয়, খেয়াল করুন
•    স্কার্টের কাপড় একটু ভারী দেখে কিনুন, যেন পা না দেখা যায়।  


স্কার্ট গরমে পরতেও আরাম আর রোদের তাপ থেকে পা ঢেকে রাখতেও সুবিধা।

 সেইলর, ফ্রিল্যান্ড, এক্সটাসি, ওয়েসটেক্স, ইয়োলো ও লা রিভের মতো ফ্যাশন হাউসগুলোতে নানা ডিজাইনের স্কার্ট পাওয়া যায়। এছাড়াও দেশের প্রায় সব শপিংসেন্টারেই রয়েছে চমৎকার ডিজাইনের স্কার্টের কালেকশন। দাম শুরু ৩০০ টাকা থেকে।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।