ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ত্বকের জেদি দাগ দূর হবে সহজেই 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
ত্বকের জেদি দাগ দূর হবে সহজেই  দাগ দূর হবে সহজেই

ত্বকের কিছু গাঢ় কালো দাগ নিয়ে আমরা অনেক সময়ই অস্বস্তিতে থাকি। যেমন হাতের কনুইয়ের বা পায়ের গোড়ালির কালো দাগ। এসব দাগ দূর করতে চাই বিশেষ যত্ন। 

ঘরোয়া উপায়ে ধৈর্য নিয়ে মাত্র কয়েকটি উপকরণেই দূর হবে জেদি দাগগুলো। যা করতে হবে:  

চিনি ও লেবু 
এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ চিনি মেশান।

এবার এই মিশ্রণ কনুইতে ঘষতে থাকুন, যতক্ষণ না চিনি গলে যায়। সপ্তাহে তিন দিন ১০ মিনিট করে এটা করুন।  

বেসন, দই ও লেবু
১ টেবিল চামচ বেসন, দু’ চামচ দই ও একটি লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। কনুইয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এবার প্যাকটি কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ঘষে তুলে ধুয়ে নিন।  এটিও সপ্তাহে তিন দিন মাত্র করে দেখুন।  


এই দাগগুলো কিন্তু হয় আমাদের অবহেলার কারণে। এজন্য বসার সময় কুনুই-তে ভর দিয়ে বসবেন না। নিয়মিত স্ক্র্যাব করে পরিষ্কার রাখতে হবে। দিনে বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ও রাতে শোবার সময় ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।  

এগুলো মেনে চললে দাগহীন কোমল ত্বক পেয়ে যাবেন কয়েক সপ্তাহেই।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।