ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সোনার বরণ ত্বকের জন্য গোল্ড ফেসিয়াল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
 সোনার বরণ ত্বকের জন্য গোল্ড ফেসিয়াল গোল্ড ফেসিয়াল

সোনার মতো উজ্জ্বল ঝকঝকে ত্বক পেতে চাইলে ঘরেই করে নিন গোল্ড ফেসিয়াল। স্টেপগুলো জেনে নিন, পার্লারের টাকা বেঁচে যাবে: 

ভালো কোম্পানির মেয়াদ দেখে গোল্ড ফেসিয়াল কিট কিনে নিন।  

এক ঘণ্টা সময় বের করুন নিজের জন্য, তারপর শুরু করুন।

প্রথমে ত্বকে ভালো করে ক্লিনজিং মিল্ক লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর তুলো দিয়ে মুছে পরিষ্কার করে নিন।

স্টিম নেওয়ার জন্য তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ত্বকের ওপর রাখতে পারেন, আবার হাড়িতে পানি ফুটিয়ে সেই পানির ভাপও সরাসরি ত্বকে নিতে পারেন।  

এবার গোল্ড ফেসিয়াল কিট থেকে গোল্ড ক্লিনজারটি বের করুন। সামান্য গোল্ড ক্লিনজার নিয়ে মুখে আর গলায় লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন।  

এরপর গোল্ড স্ক্রাব নিয়ে আরও পাঁচ মিনিট ম্যাসাজ করে নিন। চোখের চারপাশে স্ক্রাব লাগাবেন না। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পরিমাণমতো গোল্ড ক্রিম নিয়ে ভেজা মুখে আর গলায় লাগান। তারপর ১০ মিনিট হালকা করে ঘষে নিন।  

এবার ফেসিয়াল জেল মুখে আর গলায় লাগান। আবারও পাঁচ মিনিট ম্যাসাজ করে মুছে নিন 

সব শেষে গোল্ড প্যাক মেখে চোখ বন্ধ করে শুয়ে থাকুন। প্যাক শুকিয়ে গেলে ধীরে ধীরে ঘষে তুলে নিন।  

হয়ে গেলো আপনার গোল্ড ফেসিয়াল, মাসে মাত্র নিয়মিত একবার করে করুন। আর পার্থক্য নিজেই অনুভব করবেন, সঙ্গে অন্যদের প্রশংসাও পাবেন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।