ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঘরেই দূর করুন ত্বকের লোম 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ঘরেই দূর করুন ত্বকের লোম  ত্বকের লোম ঘরেই দূর করুন

গোলাপি গালে কালো-কালো লোমগুলো দেখতে বেমানান লাগছে? খুব সহজে ঘরেই দূর করুন ত্বকের লোম। 

যা করতে হবে: 

মসুর ডাল বাটা দুই টেবিল চামচ ও আলু ছেঁচে এক টেবিল চামচ রস বের করে নিন৷ এরসঙ্গে আধা চা চামচ লেবুর রস আর আধা চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন৷ 

প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে করুন৷ এবার ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে পানি দিয়ে প্যাক ধুয়ে নিন।  

কাঁচা হলুদ বাটা নিন দুই টেবিল চামচ সঙ্গে মেশান আধা চা চামচ গোলাপ জল৷ এবার ত্বকে লাগান৷ শুকিয়ে গেলে ঘষে ঘষে প্যাকটা তুলে ফেলুন৷ তার পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন৷

প্যাকগুলো প্রতি মাসে মাত্র দুইবার করে ব্যবহার করলেই পরের মাসে পার্থক্য ধরা পড়বে আয়নায়।

আর এই প্যাকে শুধু লোমই দূর হবে না। ভেতর থেকে ত্বক হবে পরিষ্কার, উজ্জ্বল ও কোমল।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।