ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বৃষ্টির দিনে বাইরে ভ্রমণ? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
বৃষ্টির দিনে বাইরে ভ্রমণ?  বৃষ্টিতে ভ্রমণ

শরতের ঝকঝকে আকাশ দেখে বাইরে যাচ্ছি, বলা তো যায় না প্রকৃতি কখন ভুলে যায় বর্ষা পেরিয়ে এসেছে, তাই এসময়েও অঝোরে নামতে পারে বৃষ্টি। বৃষ্টিতে ভিজে হতে পারে জ্বর-ঠাণ্ডা-কাশি আরও কত কী! আবার রাস্তা বৃষ্টির পারিতে ডুবে থাকলে দুর্ঘটনাও বেড়ে যায় এজন্য সতর্ক থাকতে হবে। 

বৃষ্টির দিনে ভ্রমণের সময় সুস্থ ও নিরাপদে থাকতে যা করতে পারেন এমন কিছু টিপস রইল:  

বৃষ্টিতে ভ্রমণে বাইক এড়িয়ে চলুন। বৃষ্টির কারণে পানি জমে ও গাড়ির তেল মিশে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এজন্য বাইকে ভ্রমণ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

 

বেশি সময়ের জন্য বাইরে বের হলে ছোট আলাদা প্লাস্টিকের ব্যাগে প্রয়োজনীয় ওষুধ, ফোনের পাওয়ার ব্যাংক, চার্জার সঙ্গে রাখুন।  বুট পরার চেষ্টা করুন

বৃষ্টির দিনে ভ্রমণ করছেন? জুতার দিকে নজর দিন, চামড়ার তৈরি জুতা ও হিল পরবেন না। পা ঢাকা বুট পরার চেষ্টা করুন।  

একটি ছোট তোয়ালে এবং অতিরিক্ত এক সেট পোশাক সঙ্গে নিয়ে নিন। হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে এগুলো কাজে দেবে।

বিদ্যুতের তার রাস্তার পানিতে পড়ে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবিষয়ে সতর্ক থাকুন।  

বাইরে জলাবদ্ধতা এবং জ্যামের কারণে যদি কাজের জায়গায় যেতে না পারেন, তবে রিস্ক নিয়ে না গিয়ে বরং সুযোগ থাকলে অনলাইনে কাজ করুন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।