ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অঞ্জন’স এর শারদীয় আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
অঞ্জন’স এর শারদীয় আয়োজন  অঞ্জন’স এর শারদীয় আয়োজন 

‘উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’ এই শ্লোগান নিয়ে অঞ্জন’স এর প্রতিদিনের পথচলা। হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজাকে সামনে রেখে ফ্যাশন হাউসটি নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। 

ষষ্ঠী থেকে দশমী, পাঁচদিনের আনন্দ উৎসব। আর উৎসবের পোশাক হয় বাহারী।

তাই এই আনন্দ উৎসবকে আরও বেশি রঙিন করতে অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নক্শা ও প্যাটার্নের পোশাক।  

এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক।  

পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, অ্যান্ডিসিল্ক, অ্যান্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও অঞ্জন’স-এর পূজার আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের গয়না ও ঘর সাজানোর পণ্য।


বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।