ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রক্ত চলাচল বাড়িয়ে আরও বেশি অ্যাক্টিভ হতে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
রক্ত চলাচল বাড়িয়ে আরও বেশি অ্যাক্টিভ হতে  অ্যাক্টিভ হতে 

রীতার আজকাল কোনো কাজই করতে ইচ্ছে হয না। শরীরে মনে হয় যেন কোনো শক্তিই নেই, একটু হাঁটলে বা সিঁড়ি দিয়ে একতলা উঠলেই শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। একটুও নড়চড়া করতে ভালো লাগে না তার। পুরো দিন যেন ক্লান্তিতে ঢুবে থাকে। 

বিশেষজ্ঞরা বলেন, শরীরের রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে বা ধীর গতির ফলে এমন ক্লান্তি আসতে পারে। টানা বসে বা শুয়ে থাকা, শারীরিক পরিশ্রম না করার ফলে ধীরে ধীরে আমাদের হাত, কোমর বা পায়ে শক্ত ভাব আসতে পারে।

যা থেকে নড়াচড়া করতেই কষ্ট হয়।  

রক্ত সঞ্চালন স্বভাবিক রাখতে পারলে এই সমস্যার সমাধান করা যায়। সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট এক প্রতিবেদনে কিছু ঘরোয়া পদ্ধতি জানিয়েছে, যেগুলো করলে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসবে। যা করতে হবে: 


•    ব্যায়াম বা নড়াচড়া রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে 

•    দীর্ঘ সময় বসে থাকবেন না, মাঝে মাঝে চেয়ার ছেড়ে উঠুন 

•    প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন

•    খাদ্যতালিকায় মনোযোগ দিন 

•    রক্ত চলাচল বাড়াতে প্রতিদিনের খাবারে গোলমরিচ গুঁড়া যোগ করুন 

•    তরমুজের মধ্যে রয়েছে লাইকোপেন। এটি রক্ত সঞ্চালন বাড়ায়

•    ওটসের মধ্য রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। এটি রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। দুধ ও ফলের সঙ্গে ওটস মিশিয়ে খেতে পারেন।

•    চা, কফি এমনকি এনার্জি ডিংক রক্তে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই রক্ত সঞ্চালন ভালো রাখতে এই ধরনের খাবার সীমিত গ্রহণই ভালো।

এসব মেনে চলার পরও যদি একই রকম দুর্বল লাগে তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।  


বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।