ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

গরম ভাতে ডাব চিংড়ি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
গরম ভাতে ডাব চিংড়ি  ডাব চিংড়ি

চিংড়ি মাছ প্রায় সবারই পছন্দ। খুব মজার এই মাছটি অনেক ভাবেই খাওয়া হয়েছে। ডাবের ভেতরে দিয়ে রান্না করা চিংড়ি কি খেয়েছেন কখনো? একবার ট্রাই করেই দেখুন, সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে।

রেসিপি আপনাদের জন্য: 

উপকরণ
বড় চিংড়ি (বেছে নেওয়া) ৫০০ গ্রাম
শাঁসসহ বড় ডাব ১টি
সরিষার তেল আধা কাপ
পেঁয়াজবাটা ৪ টেবিল চামচ
কাঁচা মরিচবাটা ১ চা চামচ
পোস্তদানাবাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ডাবের শাঁস দেড় কাপ
চিনি ১ চা–চামচ
লবণ আধা চা–চামচ
আটা বা ময়দা মাখা পরিমাণমতো।


যেভাবে করবেন 
ডাবের মুখ বেশ খানিকটা গভীর করে কেটে পানি বের করে নিন।

শাঁস কুরিয়ে নিয়ে ব্লেন্ড করুন। সামান্য লবণ দিয়ে চিংড়ি মেখে আধা ঘণ্টা রেখে দিন।  

ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজবাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ গুঁড়া, কাঁচা মরিচবাটা ও পোস্তদানাবাটা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন।  

ডাবের শাঁসের পেস্ট ও চিংড়ি দিয়ে রান্না করুন। চিনি দিয়ে নামিয়ে নিন।  

এবার ডাবের ভেতরে চিংড়ি মাছ মসলাসহ ঢেলে ময়দার খামির দিয়ে মুখ বন্ধ করে দিন।  
প্রি-হিটেড ওভেনে ২৫০ ডিগ্রি ফারেনহাইটে ১৫ মিনিট বেক করুন। অথবা গ্যাস বা কয়লার চুলা‍য় ডাবটি আধা ঘণ্টা ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসে নিন।  

 সব শেষে ডাব থেকে মাছ বের করে পছন্দমতো সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার ডাব চিংড়ি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।