ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় নতুন কালেকশন নিয়ে গ্রামীণ ইউনিক্লো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
পূজায় নতুন কালেকশন নিয়ে গ্রামীণ ইউনিক্লো পূজায় নতুন কালেকশন

উৎসব মানেই আনন্দ। আর এই আনন্দকে বাড়িয়ে তোলে উৎসব আমেজের নতুন পোশাক। 

আসন্ন পূজাকে সামনে রেখে গ্রামীণইউনিক্লো নিয়ে এসেছে পূজার কালেকশন। পোশাকে উৎসবের আমেজ, রুচিশীল কাট ও ডিজাইন, সঙ্গে আরামদায়ক কাপড়ের ব্যবহার - মূলত এসব বিষয়কে প্রাধান্য দিয়েই পূজা কালেকশনের আয়োজন করেছে জাপানের এই ব্র্যান্ডটি।

এবারের কালেকশনে মেয়েদের জন্য রয়েছে কামিজ, টপস্, টিউনিক ও পালাজ্জো। ছেলেদের জন্য পূজায় রয়েছে বিজনেস শার্ট, প্রিন্টেড শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্টস, জিনস্ ও টি-শার্ট। ছেলেদের পোশাকের দাম শুরু ৩৯০ এবং মেয়েদের ৩৯০ টাকা থেকে।  

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, মিরপুর-০১ ও মোহাম্মদপুরসহ রাজধানীর প্রায় সব এলাকায় গ্রামীণইউনিক্লোর শোরুম রয়েছে।  


বাংলাদেশ সম: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।