ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

৫ মিনিটের সাজ!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
৫ মিনিটের সাজ! ৫ মিনিটের সাজ

অফিসের অনুষ্ঠান, এদিকে কাজে সাহায্য করার লোকও আসেনি। সকালে উঠে নাস্তা বানানো। নিজে তৈরি হয়ে অফিসে যাওয়া। সব মিলিয়ে সাজগোজের জন্য কোনো সময়ই নেই হাতে।

অনুষ্ঠানে কত লোক আসবে, ছবি তোলা হবে, একেবারে সাদামাটা যেতেও ভালো লাগছে না। একটু চিন্তা করুন, মাত্র ৫ মিনিট সময় ম্যানেজ করা সম্ভব? 

যদি সম্ভব হয় তবে সময়টা কাজে লাগান।

এখনই সাজতে বসুন, জেনে নিন এই অল্প সময়ে কীভাবে মেকআপ করবেন। প্রথমে মুখে ময়শ্চারাইজ়ার মাখার পর ম্যাট পাউডার লাগিয়ে মুখের চকচকে ভাবটা ঢেকে দিন। চোখের নিচের পাতায় কাজল পরুন।  

একই কাজল চোখের ওপরের পাতাতেও আইলাইনারের মতো করে পরে নিন। লিপ গ্লস লাগিয়ে ঠোঁটের সাজ ঠিক করুন। গালে লাগান সামান্য ব্লাশারের আভা। বাহারি কানের দুল পরে নিলেই আপনি রেডি! এখনো একটু সময় আছে? তবে চোখের পাপড়িতে এবার মাশকারা বুলিয়ে নিন।  

ব্যস, মেকআপ তো মাত্র পাঁচ মিনিটের ব্যাপার!

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।