ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অল্প খরচে ঘরেই তৈরি করুন ত্বকের মাখন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
অল্প খরচে ঘরেই তৈরি করুন ত্বকের মাখন মসৃণ ত্বক পেতে

মাখনের মতো মসৃণ ত্বক পেতে মাখন ব্যবহারের কথাই বলা হয়। শরীরের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে মাখন। এটি হালকা তাই সহজেই ত্বকের সঙ্গে মিশে যায়। আর ভেতর থেকে ত্বকের পুষ্টি যোগায়।  

বাজার থেকে না কিনে অল্প খরচে ঘরেই ত্বকের জন্য মাখন তৈরি করে নিন। রেসিপিটি বেশ সহজ চেষ্টা করেই দেখুন: 

যা যা লাগবে
•    শিয়া মাখন  আধা কাপ
•    কোকো মাখন  আধা কাপ
•    নারকেল তেল আধা কাপ
•    বাদাম / জলপাই তেল আধা কাপ
•    আপনার পছন্দের অ্যাসেন্সিয়াল অয়েল ২০ ফোঁটা 

•    বিটার ও একটি পরিষ্কার গ্লাসের জার।

 


পদ্ধতি

একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। এবার অ্যাসেন্সিয়াল অয়েল ছাড়া সব উপাদান ছোট পাত্রে নিয়ে পানির ওপরে রেখে মিশিয়ে নিন।  

পাত্রটি নামিয়ে অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে আরও একবার বিট করে মিশিয়ে নিন।  


এবার জারে রেখে ব্যবহার করুন। প্রথমবার ব্যবহার করার সময় থেকেই কেনা কসমেটিকসের সঙ্গে নিজের তৈরি বাটারের পার্থক্য অনুভব করবেন।  

 
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর৩১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।