ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ডিমের খোসাও ফেলনা নয় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ডিমের খোসাও ফেলনা নয়  ডিমের খোসা

ডিম আমাদের পুষ্টি চাহিদা মেটায়। এটি সহজে পাওয়া যায় আর স্বাদও দারুণ। আমাদের অনেকেরই প্রিয় খাবার ডিম। এত মজা করে ডিম খেয়ে খোসাটা ফেলে দেই তো সব সময়? এবার থেকে আর ফেলব না। কারণ, ডিমের খোসাও কম কাজের নয়: 

•    পোকা-মাকড় থেকে বাঁচাতে গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন

•    ১টা ডিমের সাদা অংশের সঙ্গে একটা বা দু’টি ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে আলতো ঘষে ধুয়ে ফেলুন।

ত্বকের কালো ভাব কেটে যাবে

•    বাসনের পোড়া, চটচটে দাগ খুব সহজেই উঠে যাবে ডিমের খোসা গুড়াঁ ডিশ ওয়াশ জেলের সঙ্গে মিশিয়ে মাজুন 

•    পায়ে গাঁটের ব্যথা কমাতে ডিমের খোসা ও অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে ম্যাসাজ করুন। কয়েক বার ব্যবহারেই ব্যথা দূর হবে।  


বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।