ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লিপস্টিকের রং বলে দেবে আপনি মানুষ কেমন! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
লিপস্টিকের রং বলে দেবে আপনি মানুষ কেমন!  লাল লিপস্টিকে মিম

নারীর মনের রহস্য জানা খুব সহজ কাজ নয়। আসলেই কি তাই? একটু লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে নারীর স্বভাব। তাও আবার তার প্রিয় লিপস্টিকের রং দেখেই।  

সাজগোজের জন্য নারীর প্রথম পছন্দের প্রসাধনী লিপস্টিক। জেনে নিন লিপস্টিকের প্রিয় রং আপনার সম্পর্কে কি বলে: 


•    লাল লিপস্টিকের আবেদন কখনই পুরনো হয় না৷ আর সেই লাল লিপস্টিকই প্রিয় হলে আপনি সাহসী তো বটেই, সেই সঙ্গে খুবই আত্মবিশ্বাসী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী

•    ব্রাউন রঙের লিপস্টিকের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে তাহলে আপনার চরিত্রের গভীরতা প্রবল আর খুব রোমান্টিক 

•    গোলাপি আপনার প্রিয় লিপস্টিক হলে আপনি নিজেকে মিষ্টি দেখাতে ভালবাসেন৷ একই ভাবে আপনি খুবই নরম মনের এবং বিশ্বাসযোগ্য একজন মানুষ  

•    পার্পল লিপস্টিক যদি আপনার প্রিয় হয় তবে আপনি অত্যন্ত আবেগপ্রবণ৷ অন্যদের জন্য আপনার অনুভূতি প্রবল  


•    কমলা রঙের লিপস্টিক আপনার প্রিয়? তাহলে আপনি খুবই অ্যানার্জেটিক৷ জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন৷ 

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।