ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফটোঅ্যাজিং নয় তো! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ফটোঅ্যাজিং নয় তো!  ফটোঅ্যাজিং

ফটোঅ্যাজিং মানে ছবি তোলার জন্য ত্বক বুড়িয়ে যাওয়া নয়।

আসলে বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন বা ৩০ না হতেই ত্বকে বলিরেখা, কালো-সাদা দাগ, কালচে ছোপ, বিবর্ণ ত্বক? কড়া রোদের প্রভাবে এই অকালে বুড়িয়ে যাওয়াকেই ফটোঅ্যাজিং বলে।  

ফটোঅ্যাজিং ঠেকাবেন যেভাবে: 

•    ফটোঅ্যাজিং এর অন্যতম  কারণ সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি।

এজন্য বাইরে বেরোনোর আগে যতটা সম্ভব গা-ঢাকা পোশাক পরুন। সানস্ক্রিন ছাড়া বাইরে যাবেন না 

•    রোদ থেকে বাঁচতে ছাতা, ক্যাপ ব্যবহার করুন 

•    ত্বক পরিষ্কার ও কোমল রাখতে নিয়মিত ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এর পাশাপাশি জমে থাকা মৃত কোষ সরাতে সপ্তাহে দু’দিন স্ক্র্যাব করুন 

•    পর্যাপ্ত পরিমাণে ঘুম। প্রচুর পানি পান, স্বাস্থ্য ও পুষ্টিকর ডায়েট সৌন্দর্য ও সুস্বাস্থ্যের মূল মন্ত্র। বয়স ৪০এর পরও লুকটা আটকে দিন ২৫-এ।  

নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরেও যদি সমস্যা না কমে তবে বিশেষজ্ঞের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৬২৬ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।