ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

যমজে-যমজে জুটি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
যমজে-যমজে জুটি!  যমজে-যমজে জুটি!

প্রতিটি পরিবারের কাছে বিয়ে বিষয়টাই আনন্দের। আর এক সঙ্গে যদি দুই ভাই-বোনের বিয়ে হয় তবে তা হয়ে ‍যায় দ্বিগুন। কিন্তু যখন আপন দুই ভাই একই সঙ্গে বিয়ে করেন, আর সেই নববধূরাও হয় আপন দুই বোন! 

যমজ ভাইদের সঙ্গে বিয়ে যমজ বোনদের। তবে শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে যেদিকেই তাকাবেন, চারিদিকেই ছিলেন যমজরা।

 

যমজে-যমজে জুটি!প্রতিবেশী দেশ ভারতেই সম্প্রতি এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বরেরা হলেন, দিনকার ও দিলরাজ আর কনেরা হচ্ছেন রিমা ও রিনা। মজার বিষয় হচ্ছে বিয়ের পুরোহিত, ফ্লাওয়ার গার্লস থেকে শুরু করে অতিথিরাও ছিলেন যমজ।  

যমজ-যমজের এই নতুন জুটিদের দাম্পত্য জীবন যেন সুখী হয়, সেই শুভকামনা জানিয়েছেন অতিথিরা। অনেকেই আবার মজা করেছেন, তারা দেখতে অনেকটা একই রকম বলে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।