ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

‍হিমেল সন্ধ্যায় ধোঁয়া ওঠা চকলেট চা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
‍হিমেল সন্ধ্যায় ধোঁয়া ওঠা চকলেট চা চকলেট চা

আদা, লেবু, লবঙ্গ চা তো কতই খেলাম। বাদ ‍যায় না দুধ চা-রং চা বা সবুজ চাও। কিন্তু চকলেট চায়ের স্বাদ কি নেওয়া হয়েছে কখনো? না নিলে কিন্তু দারুণ মজার এই পানীয়টার স্বাদ পেতে আজই তৈরি করতে হবে। 

খুব সহজ রেসিপি জেনে নিন: 

উপকরণ 
পানি দেড় কাপ, দুধ ১ কাপ, চা–পাতা ১ টেবিল-চামচ, গরম চকলেট মিক্স আধা কাপ।  

যেভাবে করবেন
পানি ও দুধ একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন।

এতে চা–পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন। এবার গরম চকলেট মিক্স মিশিয়ে ‍হিমেল সন্ধ্যায় পরিবেশন করুন চকলেট চা।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।