ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শুধু অভিযোগ নয়…দায়ও নিতে হবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
শুধু অভিযোগ নয়…দায়ও নিতে হবে  সঙ্গীর সঙ্গে

প্রিয় মানুষটিকে ভালোবাসলে তার কিছু সীমাবদ্ধতাও মেনে নিতে হয়। অনেকেই আছেন যারা এটা মানতে চান না। উল্টো সঙ্গীকে তো বলেনই অন্যের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ করেন। 

এর মধ্যে থাকে- 
•    সঙ্গী সময় দেন না
•    তার কিছু কার্যকলাপে বিরক্ত
•    কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ঘ্যানঘ্যান করা
•    রাগ দেখিয়ে খুব চেঁচামেচি করা 
•    বা কথায় কথায় একেবারে চুপ করে যাওয়া 
•    বারবার সিদ্ধান্ত বদল  
•    ব্যক্তিগত জীবন সম্পর্কে উৎসাহ 
•    সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি তো রয়েছেই।  

এই বিষয়গুলো যতবার অভিযোগ হিসেবে সামনে আসবে, সম্পর্ককেই বিষিয়ে তুলতে পারে।

আর সম্পর্ক সুন্দর রাখতে চাইলে যা করতে হবে: 

•    পরস্পরের ব্যক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে
•    নিজেদের মধ্যে আলোচনা হবে, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকবে
•    পারস্পারিক বিশ্বাস থাকবে
•    একে অপরকে বদলে নেওয়ার চাপ থাকবে না
•    দৈহিক সম্পর্কের জন্য সঙ্গীর ইচ্ছার গুরুত্ব থাকতে হবে
•    সব কিছুর জন্যই পরস্পরকে দায়ী করবে না। কিছু দায় নিজেকেও নিতে হবে।  


মনে রাখবেন সম্পর্কে ভালো থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, বাহ্যিক সৌন্দর্য সঙ্গীকে যতটা আকর্ষণ করে, তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে তার প্রতি আপনার কেয়ারিং দৃষ্টিভঙ্গি।

    
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।