ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

তাই বলে কাদায় গড়াগড়ি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
তাই বলে কাদায় গড়াগড়ি!  জোস এবং অনীশা

বিয়ে নিয়ে কত কল্পনা আর স্বপ্নই না থাকে মানুষের। আকাশে-পাহাড়ে বা সাগরে বিয়ে আমরা দেখেছি। সবার থেকে আলাদা কিছু করে নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটিকে স্মরণীয় করে রাখতে চান সবাই। তাই বলে কাদায় গড়াগড়ি! 

সম্প্রতি ভারতীয় নতুন দম্পতি জোস এবং অনীশা বিয়ে করেই কাদায় ঝাঁপিয়ে ওয়েডিং শ্যুট করেছেন। আর এই দম্পতির আজব থিমের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে একটু সময় নেয়নি।

 

তাদের এই পোস্ট ওয়েডিং শ্যুটের থিমই ছিল মাড লাভ! কাদার মধ্যে তাদের রোমান্টিক ফটোশ্যুট করেছে বিনু সিন্স নামের একটি ওয়েডিং সংস্থা।  

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বর জোস একজন রাজনৈতিক কর্মী এবং অনীশা ব্রিটিশ যুক্তরাজ্যে নার্স। জোস ও অনীশা বলেন, কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই ছবিগুলো তোলা হয়েছে। এর আগে মাড লাভ থিমের ব্যবহার হয়নি। এজন্যই নিজেদের সুন্দর মুহূর্তগুলো মাটির মতো নিখাঁদ ভালোবাসায় ধরে রাখতে চেয়েছি আমরা।  


অন্য রকম ভাবনা এবং অসাধারণ ছবি দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে নতুন এই দম্পতিকে।  


বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।