ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

উৎসবে স্মার্ট উপহার 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
উৎসবে স্মার্ট উপহার  বিয়ের দিনে

চলছে বিয়ের মৌসুম, চারপাশে বিয়ের ধুম। আজ বন্ধুর বিয়ে তো কাল কাজিনের অ্যানির্ভাসারি। এসব অনুষ্ঠানে যাওয়া এবং সবার পছন্দমতো উপহার কেনা সব মিলিয়ে একটা চাপ যায় সময় ও অর্থের ওপর। বেশি সমস্যা হয় সাধ্যের মধ্যে উপহার নির্বাচন করতে। 

উপহারের সঙ্গে মিশে থাকে ভালোবাসা। আসুন জেনে নেই এই সময়ে প্রয়োজনীয়-স্মার্ট-সাশ্রয়ী উপহারগুলো কেমন হতে পারে:  


•    শাড়ি-গহনার পরিবর্তে দিতে পারেন একটা স্মার্টফোন 

•    কোনো ভালো রেস্টুরেন্টের কাপল ডিনার কুপন হতে পারে চমৎকার উপহার 

•    বাজেট একটু বেশি হলে দেশ-বিদেশের সমুদ্র পাড়ের কটেজে হলিডে প্যাকেজ এয়ার টিকিটসহ 

•    স্মার্টওয়াচ আজকাল সবাই ব্যবহার করছে, সুস্থতা এবং ফ্যাশন দুই-ই হয়ে যাবে 

•    ছেলেদের জন্য কিনুন ট্রিমার বা আধুনিক কিছু শেভিং মেশিন 

•    মেয়েদের জন্য ফ্যাশন হাউস বা পার্লারের গিফট ভাউচার 

•    ভ্রমণপ্রিয় হলে উপহার দিন ট্র্যাভেল ব্যাগ 

•    পারফিউম আর মেকআপ কিটও দিতে পারেন নিশ্চিন্তে।

 


এছাড়াও সব সময়ের শ্রেষ্ঠ উপহার বই আর গাছ দিতে পারেন প্রিয়জনকে।  


বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।