ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হিম সন্ধ্যায় হট স্যুপ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
হিম সন্ধ্যায় হট স্যুপ  স্যুপ

প্রকৃতির সঙ্গে পোশাকের সম্পর্ক বন্ধুর মতো আর খাবারের একেবারেই বিপরিত! কখনো লক্ষ্য করেছেন কি? আমরা শরতে পরি আকাশের রঙা নীল শাড়ি, শীতে ভারি শাল। কিন্তু খাবারের বেলায় ঠিক উল্টো, গরমে ঠাণ্ডা আইসক্রিম আর শীতে ধোঁয়া ওঠা গরম স্যুপ। 

স্যুপের কথা মনে হতেই খেতে ইচ্ছা করছে? বেশ তো, ঝটপট তৈরি করে ফেলুন চিকেন হট স্যুপ।  

উপকরণ
মুরগির মাংস ছোট টুকরো করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, মাশরুম ৪টি, চিলি গার্লিক সস ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিমের সাদা অংশ ১টি, লাল মরিচের কুচি আধা চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো, পানি পরিমাণমতো।

যেভাবে করবেন
পাত্রে ৮ কাপ পানির সঙ্গে কর্নফ্লাওয়ার বাদে সব উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। একটি ছোট পাত্রে কর্নফ্লাওয়ার ও আধা কাপ পানিতে মিশিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। এখন এটি স্যুপের সঙ্গে মিশিয়ে দিন এবং বেশি তাপে আরও ৩ মিনিট রাখুন।  

নামিয়ে গরম-গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর-ইয়ামি চিকেন হট স্যুপ।  

বাংলাদেশ সময়:  ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।