ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিজয় দিবসের বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয় দিবসের বাংলাদেশ

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আনন্দের ও শ্রেষ্ঠ অর্জনের দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা উদযাপনের দিন আজ। সারা দেশে যথাযথ মর্যাদায় আজ বিজয় উৎসব পালিত হচ্ছে। এর মধ্যেই দেখে নিই বিজয় উৎসবের কয়েক টুকরো মুহূর্ত।

জাতীয় স্মৃতিসৌধে আজ সকালে হাজারো দেশপ্রেমী মানুষের ঢল নামে। রাষ্ট্রনেতাদের থেকে শুরু করে তৃণমূলের সকল মানুষের ভালোবাসা ও আবেগের স্থান আমাদের জাতীয় স্মৃতিসৌধ।

জাতীয় স্মৃতিসৌধে আজ সকালে হাজারো দেশপ্রেমী মানুষের ঢল।

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন আবালবৃদ্ধবণিতা।  

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন আবালবৃদ্ধবণিতা

সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা উদযাপন করে বিজয় উৎসব। দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম আশা জাগায় আগামী সুন্দর বাংলাদেশের।

দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম

নতুনের জন্য বাসযোগ্য স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়ার অঙ্গিকার করতে হবে বড়দের।

নতুনের জন্য বাসযোগ্য স্বপ্নের বাংলাদেশ গড়ে দেওয়ার অঙ্গিকার করতে হবে বড়দের।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।