ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসুন্ধরা সিটিতে সেইলরের দ্বিতীয় আউটলেট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বসুন্ধরা সিটিতে সেইলরের দ্বিতীয় আউটলেট সেইলরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন

বিজয় দিবসে ক্রেতাদের জন্যে আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে বসুন্ধরা সিটির লেভেল সেভেনে যাত্রা করল লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর।

দেশের জনপ্রিয় ব্র্যান্ড হাবে সেইলরের এই উপস্থিতি ফ্যাশন প্রেমীদের মাঝে নতুন আগ্রহ তৈরি করবে। কেননা বসুন্ধরা সিটির এই দ্বিতীয় আউটলেটে একসঙ্গে থাকছে সেইলরের সব পণ্য।

 

নতুন এই আউটলেটের উদ্বোধন করেন এপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এসময় আরও উপস্থিত ছিলেন সেইলরের সিইও রেজাউল কবিরসহ ডিজাইনার, কোরিওগ্রাফার, মডেল, ফ্যাশন ফটোগ্রাফার।  
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেনের ওয়েস্ট কর্নারে অবস্থিত এই আউটলেটে ক্রেতারা কেনাকাটায় পাবেন এক নতুন অভিজ্ঞতা। রয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়েল রুম। সেইলরের প্রতিটি কালেকশন পাওয়া যাবে এখানে।   
 

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।