ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পান করুন মোরিঙা ম্যাজিক চা! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পান করুন মোরিঙা ম্যাজিক চা!  মোরিঙা ম্যাজিক চা

প্রেসার, ওজন বেশি, ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা? প্রতিদিন সকালে এক কাপ মোরিঙা ম্যাজিক চা পান করুন। শারীরিক নানা সমস্যার সমাধান দেবে ভেষজ গুণে ভরা মোরিঙা ম্যাজিক চা। 

আচ্ছা মোরিঙা চেনেন তো, এটা অনেকের পছন্দের সবজি আছে না- সজনে? সেই সজনে গাছের পাতা।  

সজনে গাছের পাতা
সজনে গাছের পাতা ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিলেই আপনার ম্যাজিক চা পাতা তৈরি।

আর এক কাপ পানি ফুটিয়ে এক চা চামচ চা পাতা দিয়ে দুই মিনিট পর ছেঁকে নিলেই তৈরি সবুজ মোরিঙা চা। চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।  

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই মোরিঙা চা পান করলে 
•    বাড়তি ওজন ঝরে 
•    প্রচুর অ্যানার্জিও পাওয়া যায়
•    ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে
•    টাইপ টু ডায়াবেটিসে সুগারের মাত্র বশে থাকে
•    কোলেস্টেরল কমায়
•    হৃদরোগের ঝুঁকি কমে
•    অবসাদ দূর করে 
•    শরীর থেকে টক্সিন বের করে দেয়
•    সম্পূর্ণ ভেষজ হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।  


বুঝতেই পারছেন, কেন আপন করতে হবে এই ম্যাজিক চা। চাইলে তো ঘরেই চা পাতা তৈরি করতে পারেন। আর যদি কষ্ট করতে না চান, তাহলে অনলাইনে অর্ডার করে আনিয়ে নিন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।