ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এ বছর বিয়ে করে নতুন জীবন শুরু করলেন যে তারকারা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এ বছর বিয়ে করে নতুন জীবন শুরু করলেন যে তারকারা সৃজিত-মিথিলা

শেষ হতে চলেছে ২০১৯ সাল। শেষ বেলায় দেখা যাক বিয়ে করে নতুন জীবন শুরু করলেন কোন তারকারা। 

সৃজিত-মিথিলা

নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সৃজিতের বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

 
মেরুন কালারের দেশি জামদানি শাড়ি আর ট্রেডিশনাল স্বর্ণের গহনায় নিজেই সাজেন মিথিলা। সৃজিত পরেন কালো পাঞ্জাবি সঙ্গ লাল কোট।  

কনা-গহীন
কনা-গহীন
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা বিয়ে করেন মো. ইফতেখার গহীনকে। বিয়ে হলেও বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।  

তমা মির্জা-হিশাম চিশতি

তমা মির্জা-হিশাম চিশতি
চলতি বছর বিয়ে করেন জনপ্রিয় তারকা তমা মির্জা। বর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতি। বিয়েতে সবুজ কাতান আর লাল ওড়নায় তমা পতাকার রঙে সাজান নিজেকে।  

জনসন-লরেন

বিয়ে করলেন ‘দ্য রক’
বিয়ে করেছেন ‘দ্য রক’খ্যাত রেসলিং তারকা ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন।  ১৮ আগস্ট জনসন তার দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাশিনকে বিয়ে করেন।  

বিয়ের আগেই জেসমিন (৩) ও তিয়ানা (১) নামে দু’টি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন জনসন (৪৭) ও হাশিন (৩৪)।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।