ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লকডাউনে বন্দি সময় কাজে লাগান এভাবে...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
লকডাউনে বন্দি সময় কাজে লাগান এভাবে... ...

দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ গত কয়েক দিনেই হাজার মানুষের শরীরে ছড়িয়েছে করোনা সংক্রমণ৷

করোনাকে রুখতে বাইরে যাওয়া মানা৷ ঘরবন্দি থাকা ছাড়া উপায় নেই৷ তবে দীর্ঘ দিন এভাবে থেকে অনেকেই হাঁপিয়ে উঠছেন। তাহলে সামনের ঘরবন্দি দিনগুলো কীভাবে সহজেই কাটানো যাবে এমন কিছু আইডিয়া পেলে মন্দ হয় না।

তাইতো? আসুন জেনে নেই কি করা যায়:

# ব্যস্ততার জন্য ঘরটা ঠিকমেতা গোছানো হয়নি বহুদিন। এবারের ছুটিরপরও যদি অগোছালোই থাকে তাহলে কেমন লাগবে বলুন? আজই হাত লাগান ঘরের কোনা থেকে সিলিং সব পরিষ্কার করতে কয়েক ঘণ্টার বেশি লাগার কথা না 

# ড্রয়িংরুমের সোফা-ক্যাবিনেটে বা শখের শাড়ির আলমারি একেক দিন সময় দিন গুছিয়ে নিতে। রান্নাঘরটাও যেন অবহেলা করবেন না

# সেই ছোট বেলায় গান শেখানোর জন্য বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন বা কলেজে পড়ার সময় নিজের জমানো টাকায় গিটার অনাদরে পড়ে আছে বহুদিন। এগুলোতে হাত বোলান, চেষ্টা করেই দেখুন আগের কোনো গান ঠিকমতো এখনো তুলতে পারেন কিনা  

# ঘরের কোনো দেয়াল বা গাছের টবগুলো পেইন্ট করে হারিয়ে ফেলা শিল্পী সত্ত্বাকেও জাগিয়ে তুলতে পারেন  

# বইমেলা থেকে কেনা বেশির ভাগ বই পড়া হয়ে ওঠেনি? এখনই সময়, এখন থেকেই পড়তে শুরু করুন

এছাড়া পরিবারের সবার জন্য বিশেষ কোনো আইটেম রান্না করেও কাটাতে পারেন দীর্ঘ ছুটির সময়।  

আর এসব পারে মহামারির করোনার ভাবনা দূরে রেখে আপনার শরীর মন ভালো রাখতে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।