ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এসি’র ঠান্ডায় থাকলেও হতে পারে শ্বাসকষ্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এসি’র ঠান্ডায় থাকলেও হতে পারে শ্বাসকষ্ট এসি’র ঠান্ডায়

অনেকেই আছেন গরম একেবারেই সহ্য করতে পারেন না। বাড়ি, গাড়ি, অফিস বা শপিংমল সবই ঠান্ডা-শীতল চান সারা বছর। আর এজন্য সব কিছুতেই সঙ্গী এসি। এদের জন্য সুখবর কিন্তু খুব বেশি নেই। সারাক্ষণ এসিতে থাকলে কী করতে হবে? জেনে নিন:  

•    একটানা এসির ঠাণ্ডা হাওয়ায় থাকতে থাকতে ত্বকের কমনীয়তা নষ্ট হয়ে হাত পা আর মুখ অতিরিক্ত শুষ্ক হয়ে যায়

•    হারানো আর্দ্রতা ধরে রাখতে বেশি বেশি পানি পান করতে হবে

•    ময়েশ্চারাইজ়ার সঙ্গে রাখুন। প্রতি দু’ঘণ্টা পরপর মুখ, হাত, কনুই, হাঁটু ও পায়ের পাতায় ময়েশ্চারাইজ়ার মেখে নিন 

•    এসির আদর্শ তাপমাত্রা ২৫ ডিগ্রির চেয়ে বেশি ঠাণ্ডায় থাকলে ত্বক, শ্বাসনালীতে সমস্যা, গলাব্যথা ও মাথাব্যথা হতে পারে   

•    বা‍ড়ি থেকে অফিসে আসার পথে অনেকেই বাসে, রিকশায় বা হেঁটে আসি।

এসেই অতিরিক্ত ঠাণ্ডায় না গিয়ে প্রথমে কিছু সময় বাইরে বসে তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার জন্য টেবিলে বসুন 

•    দীর্ঘ সময় এসি রুমে থাকলে শ্বাসকষ্ট আর অ্যালার্জি বেড়ে যেতে পারে। দেখা গেছে যে এসিগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না সেইরকম ঘরে থাকলে এই প্রবণতা অনেকটা বেড়ে যায়

•    এসি চললে ঘর সব সময় পরিষ্কার রাখুন, পর্দা, ফার্নিচার কোথাও যেন ধুলা-ময়লা না থাকে 

•    টানা দু’ তিন ঘণ্টার বেশি এসিতে থাকবেন না। বাড়িতে পারতপক্ষে এসি চালাবেন না। খুব গরম লাগলে তবেই এসি চালান 

•    রাতে এসি ব্যবহার করতে চাইলে টাইমার সেট করে রাখুন 

• বছরে অন্তত একবার এসির লাইন, গ্যাস সব চেক করে নিন।


বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।