ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিদিনই করোনায় আক্রান্ত হাজার ছাড়িয়ে, আড্ডা হোক অনলাইনে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১৯, ২০২০
প্রতিদিনই করোনায় আক্রান্ত হাজার ছাড়িয়ে, আড্ডা হোক অনলাইনে নিরাপদে রাখতে

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হাজার ছাড়িয়ে যাচ্ছে। এই অবস্থায় আশে-পাশে কে কখন সংক্রমিত হবে বা কার ভেতরে বাসা বেঁধেছে মহামারি করোনা ভাইরাস, এটা এখন আর হিসেব করে বের করা সম্ভব নয়। 

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে মানতে হবে কিছু নিয়ম। যেমন: 


প্রতিদিনই চায়ের আড্ডা, কফির আড্ডা, এখানে সেখানে দাঁড়িয়ে বসে রাজনীতি, ধর্ম সমাজের সব ঠিক-বেঠিক নিয়ে আলোচনা চলে।

করোনা নিয়েও আলোচনা তো কম হয় না। এভাবে সামনামনি একসঙ্গে ‍আড্ডা দিলে খুব সহজেই করোনা ভাইরাস একজনের থেকে অন্য জনের শরীরে যাওয়ার সুযোগ পায়। এখন আমাদের বুঝতে হবে, সময়টা করোনার, এটি মোকাবিলা করার জন্য প্রয়োজন নিজেকে অন্যদের থেকে নিরাপদ দূরত্বে রাখা।  

এজন্য বন্ধু বা আত্মীয়ের সঙ্গে সামনাসামনি দেখা না করে প্রয়োজনে অনলাইনে ‍গল্প করুন। ভিডিও কল দিয়ে নিজেদের দেখতেও পারেন। আর বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তো অনেকেই একসঙ্গে আলাদা জায়গা থেকেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।  

এছাড়া খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। আর যদি যেতেই হয় তখন-

•    ফুল হাতার পোশাক ও ফুল প্যান্ট পরে নেবেন 

•    রাস্তায় বেরোলে মুখ থেকে মাস্ক কখনই সরানো যাবে না 

•    টাকা লেনদেনের সময় হাতের সঙ্গে হাত লেগে যাওয়ার সম্ভবনা থাকে৷গ্লাভস ব্যবহার করুন

•    কিছু খাওয়ার আগে, চোখে মুখে হাত দিতে হলে, নিজের হাতটা পরিষ্কার আছে তো? লক্ষ্য রাখুন 


•    বাইরে গেলে মাথার চুল বেঁধে নিন 

•    হাঁচি –কাশি এলে টিস্যু ব্যবহার করুন। আর ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলে দিন  

•    নিয়ম মেনে চলুন, করোনাকে দূরে রাখুন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৯, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।