ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সংক্রমণ থেকে বাঁচাতে করোনা শু! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ৮, ২০২০
সংক্রমণ থেকে বাঁচাতে করোনা শু!  করোনা শু

করোনা থেকে নিরাপদ থাকতে কমপক্ষে এক মিটার দূরত্ব রাখার কথা বলা হয়েছে। তবে বাস্তবতা কঠিন। এত মানুষের শহরে গণপরিবহন ব্যবহার করতে হলে কোনোভাবেই এই দূরত্ব মেনে পথ-চলা সম্ভব হচ্ছে না।

তাহলে উপায়? নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিয়েছি। যেমন বার বার হাত ধোয়া, মাস্ক ও গ্লাভস ব্যববহার।

এই তালিকায় যোগ করতে পারেন নতুন পণ্য ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’।

সামাজিক দূরত্ব বজায় রাখতে রোমানিয়ার গ্রেগর লুপ নামের একজন কারিগর প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা এই জুতা তৈরি করেছেন।  

দেখতে অদ্ভূত হলেও সেখানে এই জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই ৭৫ নম্বর সাইজের জুতার নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’।

আমাদের দেশেও পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে একেবারে মোক্ষম দাওয়াই হতে পারে এই লম্বা জুতা।  

দীঘর্ ৩৯ বছর ধরে চামড়া দিয়ে জুতা তৈরি করছেন লুপ। আর মহামারি করোনা মোকাবিলায়ও তিনি বেছে নিয়েছেন উন্নতমানের চামড়া। জুতার মান ও সাইজ অনুযায়ী দামটাও জেনে নিন, ১১৫ ডলার বা বাংলাদেশি প্রায় নয় হাজার টাকায় বিক্রি হচ্ছে করোনা শু।  


বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।