ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ছোট বেলা থেকে শুনে আসা প্রচলিত কিছু কুসংস্কার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জুন ২৩, ২০২০
ছোট বেলা থেকে শুনে আসা প্রচলিত কিছু কুসংস্কার ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা

আমরা ছোট বেলা থেকেই কিছু কথা শুনেছি, অনেক সময় কিছু কিছু বিষয় মনে হয়েছে, এগুলোই সত্য। কিন্তু এসবের কোনো যৌক্তিকতাই নেই। আসলে এগুলো সবই কুসংস্কার। 

দেখুন তো কয়টা মেলে: 
•    ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয় 
•    জোড়া কলা খেলে জমজ সন্তান জন্ম নেয়
•    পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় গোল্লা পাবে 
•    বিড়াল মারলে আড়াই কেজি লবণ ‘সদকা’ করতে হয় 
•    ছোট বাচ্চাদের দাঁত পড়লে তা ইঁদুরের গর্তে ফেলতে হয় 
•    রাতে নখ, চুল, দাঁড়ি-গোফ কাটতে নেই
•    ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিকে ফিরে তাকানো নিষেধ; তাতে যাত্রা ভঙ্গ হয় বা যাত্রা অশুভ হয়
•    হাতের তালু চুলকালে টাকা আসে 
•    খালি ঘরে সন্ধ্যায় বাতি দিতে হয়, না হলে অমঙ্গল হয়
•    শকূন ডাকলে বা পেঁচার ডাককেও বিপদের কারণ মনে করা 
•    রাস্তায় চলা সময় হোঁচট খেলে পিছিয়ে পুনরায় চলা শুরু করতে হয়
•    ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে হয় না 
•    সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু কাটলে গর্ভের সন্তান নাক-কান বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয় 
•    নারীদের হাতে বালা বা চুড়ি নাকে নাক ফুল না পরলে স্বামীর অমঙ্গল হয় 
•    যে নারীর নাক ঘামে সে স্বামীকে অধিক ভালোবাসে  
•    পুরুষের বুকে লোম থাকলে স্ত্রীকে বেশি ভালোবাসে।

 

বহুবার শুনে ও কিছু কিছু বিশ্বাস করা এসবই আসলে কুসংস্কার। এগুলোর বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো ভিত্তি নেই। তাই এগুলো মানারও কোনো প্রয়োজন নেই। আপনিও এমন আরও কিছু কথা শুনেছেন নিশ্চয়। মনে আছে কি ছিল? 

 

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।