ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় ওয়ের্স্টান কাউবয়! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
ঢাকায় ওয়ের্স্টান কাউবয়! 

‘কাউবয়’ শব্দটা শুনলে প্রথমেই যে দৃশ্যটা মনে পড়ে তা হলো, বিশাল আকারের লম্বা শিংয়ের গরুর পাল নিয়ে আসছে একদল বালক। তাদের সামনে একজন বসে আছেন ঘোড়ার পিঠে, এক হাতে রাইফেল অন্য হাতে দড়ির গোছা।

আপনি চাইলে ঢাকায় বসেও এমন একটি কাউবয় অনভূতি নিতে পারেন ‘কাউবয় কিচেন’ এ গিয়ে।  

ভোজন রসিকদের জন্য ২৮ আগস্ট ঢাকার টিকাটুলির হাটখোলা রোডে উদ্বোধন হয়েছে এই রেস্তোরাঁটি। সুন্দর পরিবেশে আড্ডা দেওয়ার পাশাপাশি রয়েছে সুস্বাদু সব ফাস্ট ফুডের আয়োজন। খাবারের মধ্যে আছে পিজা, বার্গার, পাস্তা, ফ্রেন্স ফ্রাই, রাইস মিল, সালাদ, চওমিন, সুপ, ড্রিংকস, ডেজার্ট এবং কফি।  

রেস্তোরাঁটির উদ্যোক্তা হোসাইন লিমন মোকারম বলেন, ‘রান্নার প্রতি ভালোবাসা থেকেই রেস্টুরেন্টটির সৃষ্টি। কাউবয় কিচেনে খাবারের মান বজায় রেখে সাধ্যের মধ্যে দাম রেখে খাবার পরিবেশন করা হয়।


বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।