ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

 ঘরে, গাড়িতে, অফিসে এসি থাকলে সচেতন হতেই হবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
 ঘরে, গাড়িতে, অফিসে এসি থাকলে সচেতন হতেই হবে 

কিছুক্ষণও গরম সহ্য হয় না আমাদের। ঘরে এসি লাগানো, গাড়িতে উঠেই আগে এসির বাটন অন করি আর অফিসে তো সেন্ট্রাল এসি।

এসি ছাড়া যেন আমাদের চলেই না।  


এমনই একটা সময় কিছু দুর্ঘটনায় আমাদের কথা বলার ভাষা হারিয়ে যায়। যখন দেখছি প্রায়ই ঘটছে এসি বিষ্ফোরণের মতো ভয়াবহ ঘটনা। কেড়ে নিচ্ছে তাজা প্রাণ, শরীরের পোড়া যন্ত্রণা নিয়ে ছটফট করছে কোনো প্রিয়জন।  
 
এসি ব্যবহারের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্ঘটনা এড়াতে যা করবেন: 
বিশেষজ্ঞরা বলেন-

•    অনেক পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার না করা 
•    মান যাচাই করে ভালো ব্র্যান্ডের এসি কিনুন
•    রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার করতে হবে
•    এসি চললে ঘর সব সময় পরিষ্কার রাখুন, পর্দা, ফার্নিচার কোথাও যেন ধুলা-ময়লা না থাকে 
•    টানা দু’ তিন ঘণ্টার বেশি এসিতে থাকবেন না। বাড়িতে পারতপক্ষে এসি চালাবেন না। খুব গরম লাগলে তবেই এসি চালান 
•    রাতে এসি ব্যবহার করতে চাইলে টাইমার সেট করে রাখুন 
•    বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা
•    প্রতিমাসে ফিল্টার পরিষ্কার রাখা ও বছরে অন্তত একবার পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে এসির লাইন, গ্যাস সব চেক করে নিন 
•    শীতের সময় দীর্ঘ কয়েকমাস বন্ধ থাকার পরে গরমের আগে আবার চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নিতে হবে 

মনে রাখবেন, নিয়মিত সার্ভিসিং না করানো হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে।    

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।