ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কোথায় পাবেন কপিরাইটের ঝামেলাহীন ফ্রি ছবি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
কোথায় পাবেন কপিরাইটের ঝামেলাহীন ফ্রি ছবি! 

কোনো প্রয়োজনে সার্চ দিয়ে খুব পছন্দমতো কিছু ছবি পাওয়া গেল ইর্টারনেটে। কিন্তু কপিরাইট থাকায় ছবিগুলো ব্যবহার করা গেল না, এমন সময় মন তো খারাপ হয়ই।

তাহলে উপায়? ভালো ছবি ফ্রি-তেও পাওয়া যায় যেগুলো ব্যবহারের জন্য পারমিশনেরও প্রয়োজন হয় না। জানতে হবে শুধু সেগুলো কোন ছবি।  

জেনে নিন বিস্তারিত কীভাবে নামাবেন কপিরাইটের ঝামেলা ছাড়া ফ্রি ছবি: 
•    গেটি ইমেজেস, আইস্টক ও শাটারস্টক-র মতো কিছু ওয়েবসাইট তাদের ছবি ব্যবহার করতে সাবস্ক্রিপশন সেবা দিয়ে থাকে 
•    তবে যদি সাবস্ক্রাইব করতে না চান তাহলে ভরসা গুগল ইমেজ
•    বিষয় লিখে সার্চ দিয়ে ইমেজ ‘image’ অপশনে ক্লিক করুন 
•    এবার Tool অপশনে ক্লিক করে usage right এ ক্লিক করতে হবে 
•    এরপর not filtered by lisence অপশনটি বেছে নিলেই কপিরাইট ফ্রি ছবিগুলো চলে আসবে 
•    আনস্প্ল্যাশ, পিক্সাবে, পিক্সেলস, স্টকস্ন্যাপ ফটোগ্রাফি সাইটগুলোতে বিনামূল্য ছবি পাওয়া যায় 
•    পিএনজি ফরম্যাটের ছবি চাইলে পিএনজিপ্লে, আইকন৮ ও পিএনজিমিং ওয়েবসাইটে দেখুন
•    রেজুলেশন ও সাইজ ভালো থাকে এমন ছবি নামিয়ে কাজ করুন। ছবির কাজ করার জন্য অ্যডোবি ফেটোশপ ব্যবহার করতে পারেন।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।