ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কালো পোশাক পরলে মীমের মতো গুরুত্ব দিন চোখের সাজে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
কালো পোশাক পরলে মীমের মতো গুরুত্ব দিন চোখের সাজে  প্রিয় তারকা বিদ্যা সিনহা মীম সেজেছেন কালো রঙা শাড়িতে 

যদি নিজেকে সবচেয়ে  চোখে পরার মতো সাজতে ইচ্ছে হয় তাহলে কালো রঙের পোশাক পরাই ভালো। গায়ের রং উজ্জ্বল হোক বা চাপা কালো রঙেই অতি সহজে মোহময়ী করে তোলে, যা অন্য কোনো রং এত সহজে পারেনা।

খুব অল্প সময়ে নিজেকে গ্ল্যামরাস করে তোলার চাবিকাঠিই হলো কালো রং-যা সত্যিই চমৎকার।

বর্তমানে অফিস পার্টি বা অন্য যে  কোনো অনুষ্ঠানে কালো শিফন জর্জেটের কোনো তুলনাই হয় না আবার কালো খাদির পোশাক পরে হয়ে ওঠা যায়  স্টাইলিশ। এর সঙ্গে পাল্লা দিতে পারে কালো তাঁতের শাড়ি। কালো তাঁতের শাড়িতে একজন নারী হয়ে ওঠেন অপরূপা। কালো রঙের জামদানি পাড়ের শাড়ির ভেতরের অন্য কোনো উজ্জ্বল রঙের বুনন আনতে পারে ভিন্নমাত্রা। আর পুরো কালো শাড়ির সঙ্গে কোনো কনট্র্যাস্ট রঙের ব্লাউজ পরলে আপনাকে লাগবে আরও সুন্দর।

কালো পোশাকের সঙ্গে সাজটাও হতে হবে স্পেশাল। বের হওয়ার আগে অন্তত আধাঘণ্টা সময় হাতে রেখে প্রস্তুতি নিতে শুরু করুন। ক্লান্তি কাটাতে ও সতেজতা ফিরে পেতে প্রথমে দাঁত ব্রাশ করুন ও মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। মুখ, গলা, হাতে বরফ ঘষে ১০ মিনিট অপেক্ষা করুন। মুখে হালকা করে ফাউন্ডেশন দিয়ে একটু ফেসপাউডার লাগিয়ে নিন। ঠোঁটে একটু লিপস্টিক দিন, পোশাকের সঙ্গে মিলিয়ে ইচ্ছে হলে টিপ পরুন। দুই গালে হালকা করে ব্লাশন বুলিয়ে দিন।  

কালো পোশাক পরলে গুরুত্ব দিন চোখের সাজে। এবার জেনে নিন চোখ যেভাবে সাজাবেন-
•    আকারের ওপর নির্ভর করে চোখ সাজান
•    চোখের পাতা ও ভেতরের দিকে প্রথমে হালকা রঙ-এর আইশ্যাডো দিন
•    পরে চোখের পাতার ওপরের দিকে এবং ভ্রুর নিচে গাঢ় আইশ্যাডো লাগান
•    ভ্রুর শেষ অংশ থেকে নিচে সাদা আইশ্যাডো দিয়ে হাইলাইট করুন
•    এবার চিকন আইলাইনার বা কাজল চোখের ওপরের পাতায় এবং বাইরের কোণ পর্যন্ত টেনে দিন
•    নিচের পাতায় খুব চিকন করে কাজল দিন
•    চাইলে নিচের পাতায় কাজল না দিয়ে শুধু মাশকারা দিতে পারেন
•    চোখের ওপরের পাপড়িতে দুইবার মাশকারা দিন এতে চোখ বড় লাগবে
•    নিচের পাতার কোণের সঙ্গে কাজল টেনে ওপরের অংশের সঙ্গে মিলিয়ে দিন
•    চোখে ভাসা ভাসা একটা ভাব আনতে আঙুল দিয়ে চোখের ওপরের পাতার কাজল একটু ওপরের দিকে ঘষে মিশিয়ে দিন।  

গহনা পরতে চাইলে খুব হালকা কোনো দুল পুরন শুধু। পার্টি ব্যাগ নিন, আরামদায়ক কিন্তু ফ্যাশনেবল জুতা পরুন। পছন্দের পারফউম ব্যবহার করতে ভুলবেন না যেন। যেহেতু সময়টা মহামারি করোনার, তাই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক নিয়ে নিন।  


বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।