ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নাকফুলে সৌন্দর্য বাড়ে, ফোঁড়ানোর সময় সর্তকতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
নাকফুলে সৌন্দর্য বাড়ে, ফোঁড়ানোর সময় সর্তকতা

নাকফুল নারীর সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। শাড়ি, কামিজ, ফতুয়া এমনকি টি-শার্টের সঙ্গেও নাকফুল পরতে পারেন।

 আগে শুধু স্বর্ণ বা রুপার নাকফুল পরা হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েদের কাছে হীরার নাকফুল এ জায়গার অনেকটা দখল করে নিয়েছে।

নাকফুলের আকার এবং মেটালের ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। যেমন শুধু সোনার নাকফুল ১৫০০ টাকা থেকে শুরু হয়। চাইলে রেডিমেট কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়ে পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নিতে পারেন। ডায়মন্ড ওর্য়াল্ডের কর্মী স্নিন্ধা জানান, এখানে হীরার নাকফুল ২০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়।  
যাদের নাক ছোট আর খুব বেশি খাড়া নয়, তারা ছোট্ট এক পাথরের নাকফুল পরলে ভালো দেখাবে।

আর যাদের নাক বড়, চোখা তাদের নাকে বড় নাকফুল বেশ মানিয়ে যায়। তবে চাইলে ছোট নাকফুলও পরতে পারেন। ছোট একটি নাকফুল রাতের অন্ধকারেও চকচক করে আপনার উপস্থিতির জানান দেবে।
 

নাক ফোঁড়ানোর সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: 

  • অভিজ্ঞ ব্যক্তি, নামকরা পার্লার থেকে নাক ফোঁড়াতে হবে 
  • এলার্জি অথবা চর্মরোগ থাকলে শুধু স্বর্ণ দিয়ে তৈরি নাকফুল ব্যবহার করুন
  • নাক ফোঁড়ানোর পর প্রথম অবস্থায় সোনার নাকফুল পরুন
  • নাকফুল তুলোয় অথবা টিস্যুতে মুড়িয়ে রাখুন
  • নাক ফোড়াঁনোর স্থলে ইনফেকশন হলে দ্রুত  ডাক্তারের পরামর্শ নিন।  

অনেকেই ব্যথার ভয়ে নাক ফোঁড়াতে চান না, তারাও ইচ্ছা করলে টিপ নাকফুল পরতে পারেন। সেক্ষেত্রে দামী নাকফুল পরলে সচেতন থাকতে হবে যেন হারিয়ে না যায়।  

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।