ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দূরে থেকেও এত প্রেম কীভাবে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
দূরে থেকেও এত প্রেম কীভাবে!

চোখের আড়াল মানেই মন থেকেও দূরে চলে যায় প্রিয় মানুষ। বা তার প্রতি অনুভূতি ধীরে ধীরে কমতে থাকে।

সাধারণত এমনটাই ভেবে থাকি আমরা। কিন্তু দূরত্ব ভালোবাসার জন্য কোনো বাধা নয়। এটা অনেক দাম্পত্যেই দেখা যায়। দূরে থাকলেও তাদের মাঝে থাকে গভীর ভালোবাসা আর চমৎকার বোঝাপড়া।  

কীভাবে, তাই ভাবছেন তো? জেনে নিন: 

 

  • দূরে থাকলেও দুজনের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। একটি সম্পর্কের মূল স্তম্ভ অবশ্যই বিশ্বাস। আর দু’জন যখন দূরে থাকে তখন এটি আরো বেশি প্রয়োজন। সঙ্গীর প্রতি সৎ থাকা, তার বিশ্বাসের মর্যাদা দেওয়াই দূরে থেকেও সম্পর্ক অটুট রাখার প্রথম শর্ত
  • যেকোনো সম্পর্কে যোগাযোগ হচ্ছে সেতুবন্ধন। প্রিয় মানুষটির সঙ্গে আপনার যোগাযোগ যত বেশি হবে ততই সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার সুযোগই পাবে না  
  • সকালে একটি ছোট্ট মেসেজ, সন্ধ্যায় আরেকটি সুন্দর শুভকামনা দিয়ে কাটুক না দিনগুলো  
  • আজকাল যোগাযোগ অনেক সহজ। চাইলেই প্রিয় মানুষটাকে দেখার সুযোগ রয়েছে। আপনার যেমন তাকে দেখতে ইচ্ছে করে, তারও নিশ্চয় ইচ্ছা করে প্রতিদিনের সাজে আপনাকে কেমন দেখাচ্ছে একটু দেখে নিতে। কী ভাবছেন? সেলফি তুলুন-এখনই সেন্ড করুন  
  • সঙ্গী দূরে আছেন, সংসারের আর বাইরের সব ঝামেলা আপনাকেই পোহাতে হচ্ছে। বেশ সামলে নিচ্ছেন সব কিছু। তাহলে তাকে আর জানানোর প্রয়োজন কী? এটা কখনোই ভাবা যাবে না। যে কোনো কাজ করার আগে সঙ্গীর পরামর্শ নিন। তিনি নিজেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে করে খুশি থাকবেন, আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবেন  
  • অভিমান তো হতেই পারে কোনো কারণে, তবে সম্পর্কের মাঝে কখনো ইগো আসতে দেবেন না। প্রিয় মানুষটিকে আগে স্যরি বললে আপনি ছোট হয়ে যাবেন না। মন খারাপ থাকলে আপনিই না হয় মানিয়ে নিলেন দুই একবার, এরপর সম্পর্ক যখন স্বাভাবিক থাকে তখন তাকে বুঝিয়ে বলুন  
  • দু’জনই গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ সব কিছু শেয়ার করুন...প্রতিদিন। কী হচ্ছে, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন সব জানান। তার দিন কেমন কাটলো এটাও জানতে চান।  

এগুলো করেই দেখুন, সঙ্গীই বুঝে নেবেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন, মিস করেন। তাকে বোঝান যে তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, জীবনের প্রতিটি পথ আপনি তার পাশেই হাঁটতে চান... 

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।