ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওজন কমাতে হাজারেরও কম ক্যালরির ডায়েট 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ওজন কমাতে হাজারেরও কম ক্যালরির ডায়েট 

অতিরিক্ত ওজন কেউ চাই না। অনেকেই দ্রুত ওজন কমিয়ে স্লিম হতে চাই।

কিন্তু ওজন কমানোর জন্য আবার খাওয়া-দাওয়া বন্ধ করা যাবে না। ওজন কমাতে চাইলে খাবার নির্বাচনে   মনোযোগ দিতে হবে। সারাদিনে মাত্র ৯০০ কিলোক্যালরির ডায়েট প্ল্যান জেনে নিন।   

সকাল, দুপুর, বিকাল, রাত ও ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কী কী খাবার খেতে হবে- 

সকাল (৭–৮) টার মধ্যে

লাল আটার রুটি- ১টি
বাটি সবজি (আলু বাদে–কম তেলে রান্না করা)- ১/২ বাটি 
ডিম সেদ্ধ- ১টি।

এর সঙ্গে ফলের সালাদ (সকাল ১১-১১;৩০ এর দিকে) খাবেন। তবে হ্যাঁ, পাকা আম এবং পাকা কলার মতো মিষ্টি ফলগুলোর পরিবর্তে ভিটামিন সমৃদ্ধ আপেল-পেয়ারা-আঙুর রাখুন।  
দুপুরে (১–২) টার মধ্যে
ভাত –১/২ কাপ     
ডাল –১/২ কাপ
মাছ/মাংস– ২ টুকরা (ঝোল বাদে)
সালাদ –১ কাপ।  
বিকালে (৫–৬) টার মধ্যে
আলু বাদে (২–৩) ধরনের সবজির স্যুপ খেতে পারেন। সবচেয়ে ভালো হয় সবজি সেদ্ধ করে অল্প করে লবণ ছিটিয়ে স্যুপটি খেতে পারলে।

রাত (৮–৯) টার মধ্যে
কর্নফ্লেক্স – ১/২ কাপ
বা ওট্স (সিদ্ধ করা –সবজি, চিকেন বা দুধ দিয়েও খেতে পারেন) 
রুটি খেলে- ২টি সঙ্গে সবজি আধা বাটি, মাছ বা মুরগির মাংস ছোট এক টুকরো।  

ঘুমানোর  আগে 
টক দই  বা লো ফ্যাট দুধ –  ১/২ কাপ।  
আর ডায়েটের পাশাপাশি ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় হলো—প্রতিদিন ৩০ মিনিট হাঁটা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।