ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সপ্তাহ জুড়ে ভালোবাসা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
সপ্তাহ জুড়ে ভালোবাসা 

ভালোবাসার মানুষকে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন নেই। তারপর বিশেষ দিনে-বিশেষ মানুষটির জন্য কিছু করতে ভালো লাগে।

বছর ঘুরে আবার ভালোবাসা দিবসের অপেক্ষায় আমরা।  

কেমন হয়, যদি সপ্তাহ জুড়েই প্রিয় মানুষকে নানাভাবে ভালোবাসার কথা জানানো যায়? কোন দিন কি করা যায় ভাবছেন? জানেন তো ভালোবাসা দিবসের আগেই ফেব্রুয়ারিতে এমন অনেকগুলো দিন আছে, যেগুলো পালন করলে ভালোবাসার সম্পর্কগুলো হয়ে উঠবে আরও মধুর।  

জেনে নিন ভালোবাসায় ভরা সেই দিনগুলো 

ফেব্রুয়ারি ৭- রোজ (rose) ডে
ফেব্রুয়ারি ৮- প্রপোজ (propose) ডে
ফেব্রুয়ারি ৯- চকলেট (chocolate) ডে
ফেব্রুয়ারি ১০- টেডি (Teddy) ডে
ফেব্রুয়ারি ১১- প্রমিজ (promise) ডে
ফেব্রুয়ারি ১২- হাগ (hug) ডে
ফেব্রুয়ারি ১৩- কিস (kiss) ডে
ফেব্রুয়ারি ১৪- ভ্যালেন্টাইন (valentine) ডে।


বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।