ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সব খুঁত ঢেকে দেবে নিখুঁত চোখের সাজ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
সব খুঁত ঢেকে দেবে নিখুঁত চোখের সাজ 

চোখ আমাদের মনের কথা বলে। চেহারার অনেক ছোট ছোট খুঁত চোখে পড়ে না, যদি চোখ সুন্দর হয়।

শুধু সুন্দর একটি চাহনী কোনো কথা না বলেও অনেক কিছু বোঝাতে পারে। আমাদের রূপ-সৌন্দর্য প্রকাশে চোখের বড় ভূমিকা রয়েছে। আর তাই সাজের ক্ষেত্রে চোখের সাজ হতে হবে আকর্ষণীয় এবং নিখুঁত।  
অল্প সময়ে খুব সহজে যেভাবে চোখ সাজিয়ে নিতে পারবেন। জেনে নিন:   

•    চোখের চারপাশে কালো দাগ থাকলে কনসিলার দিয়ে ঢেকে দিন 

•    চোখের পাতার ওপরে বাইরের কোণ থেকে, ভুরুর দিকে ব্রাশ দিয়ে হালকা রঙের আইশ্যাডো লাগিয়ে নিন 

•    চোখ, চোখে পড়তে লাইনার যতটা সম্ভব মোটা করে ব্যবহার করুন 

•    আই মেকআপ নিয়ে নানারকম ভাবে এক্সপেরিমেন্ট যদি করতে চান, তবে কালোর পরিবর্তে হালকা নীল বা পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের লাইনার ব্যবহার করতে পারেন 

•    চোখের নিচে টেনে কাজল দিন।

মাশকারা লাগিয়ে নিয়ে চোখের সাজ শেষ করুন।  

সুন্দর দেখানোর সঙ্গে সঙ্গে চোখের সুস্থতাও নিশ্চিত করতে হবে। এজন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন। মেয়াদ না থাকলে সেই পণ্য ব্যবহার করা যাবে না। বাড়িতে ফিরে চোখের মেকআপ তুলে নিন।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।