ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিলিয়ে নিন প্রেমে পড়ার লক্ষণগুলো!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
মিলিয়ে নিন প্রেমে পড়ার লক্ষণগুলো!

সম্পর্ক তৈরি হয় দু’জনের ভালো লাগা থেকেই। ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়।

প্রিয়জনের সঙ্গে আসলে শুধুই বন্ধুত্ব না তার প্রেমে পড়েছেন এটা আবার বুঝতে পারেন না অনেকেই। এজন্য সম্পর্কটির নাম দিতে গিয়ে বেশ ভাবনায় পড়তে হয়।  

দ্বিধা কাটিয়ে জেনে নিন আসলে প্রেমে পড়ার লক্ষণগুলো: 

•    দূরে থাকলেও বিশেষ মানুষের কল বা মেসেজ এলে মুহূর্তেই সব অবসাদ, ক্লান্তি কেটে যায়
•    তাকে দেখলে মন জুড়িয়ে যায়, ভালো লাগায় ভরে ওঠে চারপাশ 
•    সামনেই নয়, শুধু ছবি দেখলেও দূর হয়ে যায় সব মন খারাপ 
•    তিনি  যাই বলেন বা করেন সেটাই সঠিক কাজ মনে হয়? এটা প্রেম নয়তো কি! 
•    জীবনের কোনো ভালো বা খারাপ ঘটনা প্রথম তাকেই জানাতে ইচ্ছে করে 
•    তার কথা ভাবতে ভালো লাগে, তার সঙ্গে হাঁটতে ভালো লাগে 
•    তার ভালো থাকাই যখন প্রথম চাওয়া হয়, প্রেম থাকলেই শুধু এতো গুরুত্ব দেয় মানুষ অন্যকে।  

প্রেম সবার জীবনেই আসে। কারো জীবনে খুব তাড়াতাড়ি আসে, আবার কারো জীবনে আসে একটু দেরিতে। ভালোবাসার মানুষের দেখা যদি পেয়েই যান, তবে আর দেরি কেন? সুন্দর একটা সময়ে জানিয়ে দিন মনের কথা। হয়তো তিনিও রয়েছেন আপনারই অপেক্ষায়...

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।