ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালের ঈদে বিশ্বরঙের আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
করোনাকালের ঈদে বিশ্বরঙের আয়োজন

আসছে ঈদুল ফিতর. ঈদ মানেই হাসি আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। মহামারি করোনায়ও থেমে যায়নি ফ্যাশন হাউসগুলোর ঈদকে ঘিরে নতুন পোশাকের আয়োজন।

 

ঈদে ছোট-বড় সবার জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইনের পোশাক। পোশাকের প্যাটার্নেও এবার এসেছে ভিন্নতা।

বিশ্বরঙ-এর ঈদ কালেকশন নিয়ে হাউসটির কর্ণধার বিপ্লব সাহা বাংলানিউজকে বলেন, এবার পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলভেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফ হোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, সবুজ ও গোল্ডেন। কাজের মাধ্যম হিসাবে এসেছে অ্যাম্ব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিনপ্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।  

তিনি বলেন, করোনার মতো ভয়াবহ একটা সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। করোনা কারণে আমাদের মতো অনেকেরই আয় কমেছে। তাই চেষ্টা করেছি প্রতিটি পোশাকের মূল্য সবার সাধ্যের মধ্যে রাখতে।  

শপিংমলগুলো বন্ধ। চাইলে ঘরে বসেই শোরুমের সব সামগ্রী দেখে নিতে পারবেন www.bishworang.com ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।