ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাটস আইয়ে ছাড়ে মিলবে ঈদ পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ক্যাটস আইয়ে ছাড়ে মিলবে ঈদ পোশাক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক। তারুণ্যের ফ্যাশন সঙ্গে নতুন ট্রেন্ডের পোশাকের ক্যানভাস এবার ঈদে আরো বর্ণিল ক্যাটস আইয়ের ঈদ আয়োজনে।

সময়টা গরম হওয়ায় কাপড় ও রঙে পেয়েছে বিশেষ গুরুত্ব।  রুচিশীল ও ট্রেন্ডি  পোশাক, প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা সঙ্গে দেশি ঘরানার ফিউশন। এবার থাকছে প্রিন্টেড স্মার্ট ক্যাজুয়াল শার্ট, লং টপস, ফরমাল শার্ট, পলো শার্ট ও প্যান্ট।  

রঙের ব্যবহারে এসেছে কোমলতা; আবার এরই বৈপরীত্য থাকছে রাতের ফেস্টিভ পোশাকে। ঈদের পাঞ্জাবি ও তরুণীদের টপে এসেছে ব্যাপক পরিবর্তন, থাকছে কাবলিরও বিশেষ কালেকশন।  

এই করোনাকালে ঘরে থেকেই নিরাপদ শপিং নিশ্চিত করতে অনলাইন অর্ডারে মিলবে ২০শতাংশ মূল্যছাড়ও।  

ক্যাটস আইয়ের পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, উৎসব ও জীবনযাত্রায় সহজতা বাড়াতে প্রতিটি ডিজাইনেই নতুনত্ব এবারো, তবে দাম তা সাশ্রয়ী। এই লকডাউনের ভেতরও ঈদ কেনাকাটায় ক্রেতা আগ্রহ বাড়াতে ক্যাটস আই দিচ্ছে অনলাইন অর্ডারে সকল পণ্যে শতকরা ২০ ভাগ মূল্যছাড়।  

ঈদের পোশাক দেখতে ভিজিট করতে পারেন  www.catseye.com.bd  ভার্চুয়াল স্টোরে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।