ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নারী উদ্যোক্তাদের জন্য আসছে জয়ী অ্যাওয়ার্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
নারী উদ্যোক্তাদের জন্য আসছে জয়ী অ্যাওয়ার্ড

নারী উদ্যোক্তাদের জন্য সেরা প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স (উই)। ভিন্নধর্মী আয়োজন নিয়ে নারীদের পাশে সব সময়ই রয়েছে উই।

 

তারই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের সম্মানিত করার লক্ষ্যে উই আয়োজন করতে যাচ্ছে জয়ী অ্যাওয়ার্ড ২০২১।

বিভিন্ন ক্যাটাগরিতে নারী উদ্যোক্তাদের সম্মানিত করা হবে বলে জানালেন উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।  

নিশা বলেন, কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। তেমনি নারী উদ্যোক্তারা বছরজুড়ে যে কাজগুলো করে যাচ্ছেন তার স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা। এই সম্মাননার মাধ্যমে তাদের কাজের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বাড়বে।  

১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত উদ্যোক্তারা নমিনেশন জমা দিতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।