ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মুখে বাড়তি লোম, পার্লারের আগে যান চিকিৎসকের কাছে

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
মুখে বাড়তি লোম, পার্লারের আগে যান চিকিৎসকের কাছে প্রতীকী ছবি

হরমোনের সমস্যার কারণে নারীদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। কারও ওজন বেড়ে যায়, আবার অনেকের মুখে বাড়তি লোম উঠতে দেখা য়ায়।

 

চর্মরোগ চিকিৎসকরা বলেন, নারীদের ত্বকের সমস্যা আগের থেকে বেড়েছে। এর অধিকাংশের পেছনেই রয়েছে পিসিওএস। অথচ অনেক রোগীই সে কথা জানেন না। তাই ভিতরে রোগ বাড়তে থাকে।

ত্বকে কী কী ধরনের সমস্যা বেশি হয়

হারসুটিজম: পুরুষদের মতো মুখে লোম বাড়তে থাকে। তারই সঙ্গে বুক, পেট, থাইয়ের ভিতরের অংশেও লোম বাড়ে।

অ্যাকনে ভালগারিস: মুখে ভর্তি ছোট ছোট ব্রণ দেখা দেয়। এই ধরনের ব্রণের মুখ খুব চোখা হয়।

অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপোশিয়া: মাথা থেকে চুল পড়তে থাকে। অনেকটা অংশ টাক পড়ে যাওয়ার মতো সঙ্কট দেখা দেয়।

এ ছাড়াও ত্বক শু‌ষ্ক হয়ে যাওয়া, বিভিন্ন অংশে কালো ছোপ পড়ার মতো সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রেই। এমন হলে মন খারাপ হবেই। কিন্তু পার্লারে গিয়ে ত্বকের রূপ ফেরানোর চেষ্টা করার অনেক আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ রূপচর্চার প্রয়োজন অবশ্যই আছে, তবে এ সব সমস্যা থেকে মুক্তি পেতে পিসিওএসের চিকিৎসা দরকার।

পিসিওএস থাকলে বাড়িতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি
*নিয়মিত শরীরচর্চা করতে হবে।

*সময় ধরে খাওয়াদাওয়াও গুরুত্বপূর্ণ।

*ওজন কমানোর জন্য খাওয়ার ধরনে বদলাতে হবে।  

*চুল পড়া নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ভিটামিন খেতে হবে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।