ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডেঙ্গু থেকে বাঁচার উপায়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ডেঙ্গু থেকে বাঁচার উপায়! এডিস মশা

ঘরে ঘরে সর্দি, জ্বরের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ৷ কীভাবে পরিবারকে রক্ষা করবেন ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার হাত থেকে? আসুন জেনে নেই।

পেপারমিন্টের তেল কিন্তু যেকোনও রকম মশার হাত থেকে বাঁচার মোক্ষম দাওয়াই৷ মিন্ট বা পুদিনার গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না৷ সেক্ষেত্রে পেপারমিন্টের তেল আপনি মাখতে পারেন৷ এমনকী আপনার পোশাকেও সামান্য স্প্রে করে দিন এই পেপারমিন্ট অয়েল৷ চাইলে বসার ঘরের ভেতর ছোট্ট টবে পেপারমিন্ট রাখতে পারেন৷ কাজ দেবে৷

নিমের তেল একই রকম উপকারী৷ যেকোন রকম জীবানুকে নাশ করতে নিমের বিকল্প খুবই কম আছে৷ এখন বাজারে খুব অল্প দামেই অয়েল স্প্রে কনটেনার পাওয়া যায়৷ তেমনই একটা ঘরে কিনে আনুন৷ তার মধ্যে নিম তেল ভরে সকাল-সন্ধ্যা স্প্রে করুন৷ এডিস মশা পালাবে৷

নারকেল তেলের মধ্যে নিম তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন৷ এ তেল শরীরে মেখে বের হন৷ উপকার পাবেন৷ বিশেষ করে বাড়ির বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে কিংবা গোসলের পর এই তেল মাখতে পারেন৷ মশা তাড়াতে এ টোটকাও কিন্তু বেশ কার্যকরী৷

অনেকেই মশা তাড়াতে ঘরে লিক্যুইড রিফিল ব্যবহার করেন৷ সেক্ষেত্রে লিক্যুইড শেষ হয়ে গেলে ল্যাভেন্ডার অয়েল আর লেবুর রস মিশিয়ে ট্রাই করতে পারেন৷ লেবুর রসের বদলে চলতে পারে সিট্রোনেলা তেল কিংবা ইউক্যালিপটাস অয়েলও৷ সেক্ষেত্রে স্প্রে করার বোতলটিতেও ভরে রাখতে পারেন এ মিশ্রণ৷ দু’ঘণ্টা পর পর ঘরে স্প্রে করুন৷ এতে বেশ উপকার পাবেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।