ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফেনীতে আড়ংয়ের আউটলেট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
ফেনীতে আড়ংয়ের আউটলেট উদ্বোধন

ফেনী: ফেনীতে দেশীয় লাইফ স্টাইল প্রতিষ্ঠান আড়ংয়ের ২৩তম আউটলেট উদ্বোধন হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একে কমপ্লেক্সে আউটলেটির উদ্বোধন করেন আড়ংয়ের সিওও মোহাম্মদ আশরাফুল আলম, ব্রাকের কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনকালে সিওও বলেন, আড়ং বাংলাদেশে ঐতিহ্যবাহী হস্তশিল্পের চাহিদা পূরণ করার সঙ্গে দেশীয় ঐতিহ্যের প্রচারণাও করছে। একইভাবে ফেনীতেও এ সেবা দিতে পেরে আড়ং গর্বিত।

আড়ং কর্তৃপক্ষ থেকে বলা হয় কোভিড় ১৯ সংক্রমণ রোধে আউটলেটটিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্রেতা সাধারণদের স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।